ঢাকা     শুক্রবার   ০৫ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ২০ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

সাঁওতাল বিদ্রোহ দিবসে ভূমি অধিকার নিশ্চিতের দাবি আদিবাসীদের

তানজিমুল হক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:২৩, ৩০ জুন ২০১৫   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
সাঁওতাল বিদ্রোহ দিবসে ভূমি অধিকার নিশ্চিতের দাবি আদিবাসীদের

আদিবাসীদের র‌্যালি

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী : ভূমির অধিকার ও আইনগত মালিকানা নিশ্চিত করার দাবির মধ্য দিয়ে রাজশাহীতে সাঁওতাল বিদ্রোহের (হুল) ১৬০তম বার্ষিকী পালন করেছেন আদিবাসীরা।

 

দিবসটি উপলক্ষে মঙ্গলবার রাজশাহী নগরীতে র‌্যালি, মানববন্ধন, সমাবেশ ও আলোচনা সভার আয়োজন করে বিভিন্ন আদিবাসী সংগঠন। র‌্যালি ও মানববন্ধনে বিভিন্ন দাবি তুলে ধরে ফেস্টুন নিয়ে আদাবাসীরা অংশ নেন।

 

এ দিকে রাজশাহীর তানোর উপজেলার মুন্ডুমালা ফজর আলী মোল্লা কলেজ মাঠে সমাবেশ করে আদিবাসীরা।

 

ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ, আশ্রয় ও কারিতাসের সহোযোগিতায় আয়োজিত সমাবেশে সভাপতিত্ব করেন, মুন্ডুমালা উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক কামেল মার্ডী।

 

সমাবেশে বক্তব্য দেন, রাজশাহী-১ (তানোর-গোদাগাড়ী) আসনের সাংসদ ও জেলা আওয়ামী লীগের সভাপতি ওমর ফারুক চৌধুরী, তানোর উপজেলা নির্বাহী অফিসার মনিরুজ্জামান ভূঁইয়া। সমাবেশে প্রায় ১০ হাজার আদিবাসী নারী পুরুষ উপস্থিত ছিলেন। সমাবেশের আগে আদিবাসীরা র‌্যালি বের করেন। এতে ঐতিহ্যবাহী তীর-ধনুক মহড়া প্রদর্শন করেন আদিবাসীরা।

 

 

 

 

রাইজিংবিডি/রাজশাহী/৩০ জুন ২০১৫/তানজিমুল হক/রণজিৎ

রাইজিংবিডি.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়